নিউইয়র্কে শুরু হচ্ছে দুই সাপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ‘মেমোয়ার’

পুরো জীবনের দীর্ঘ পথপরিক্রমায় মানুষ অভিজ্ঞতা সঞ্চার করে। প্রতিটি মানুষের জীবনের পরতে পরতে লুকিয়ে থাকে নানা গল্প, স্মৃতিকথা। আবার প্রতিটি গল্পের থাকে ভিন্নতা। আছে টানাপোড়েন, হাসি-কান্না, সুখ-দুঃখ, খাপ খাওয়ানোর লড়াই-সংগ্রাম, টিকে থাকার আপ্রাণ চেষ্টা কিংবা সাফল্য উদযাপনের অভিজ্ঞতা। শিল্পীরা নিজেদের এবং অপরাপর মানুষের সেই গল্পগুলো ধারণ করেন রঙতুলিতে, ফুটিয়ে তোলেন শিল্পকর্মে।
নিউইয়র্কে ৩৪ জন চিত্রশিল্পীর প্রায় অর্ধশত এমন শিল্পকর্ম নিয়ে ‘মেমোয়ার’ শিরোনামে পনরদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম। ৮ অক্টোবর বিকাল ৫টায় জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ের কমিউনিটি গ্যালারীতে এ প্রদর্শনীর উদ্বোধন হবে। চলবে আগামি ২২ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২ থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য।
আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়, জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL), 161-4 Jamaica Ave, Jamaica, NY 11432 এ অনুষ্ঠিতব্য প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালে ১৫ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে ‘আটিস্ট টক’ ও সাংস্কৃতিক আয়োজন।
শিল্পীরা জানান, শিল্প মানুষকে উন্নত ও স্বচ্ছ জীবনযাপনে উদ্বুদ্ধ করে। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি শিল্পকর্ম শিল্পীদের স্ব স্ব যাপিত জীবনের প্রতিফলন। প্রতিটি শিল্পকর্মই ভিন্ন ভিন্ন জীবন-অভিজ্ঞতার উপস্থাপনা - সবমিলিয়ে যা পুরো প্রদর্শনীকে ভিন্ন প্রকাশ শৈলীতে অনন্য করে তুলবে। তাছাড়া আগামি প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়া এবং নিজেদের আত্মিক বিকাশের পথ তৈরী করে দিতে চান এধরণের শিল্পকর্ম প্রদর্শনীর মধ্যদিয়ে।
শিল্পের সাথে থাকুন- এই শ্লোগানকে ধারণ করে প্রবাসী বাংলাদেশী শিল্পীদের সংগঠন বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের এটি ৮ম চিত্র প্রদর্শনী।
প্রদর্শনীর কিউরেটর শিল্পী আলমা লিয়া জানান- সবারমতো শিল্পীদের জীবনেও স্মৃতি এবং অভিজ্ঞতা রয়েছে। শিল্পীদের জীবনের কোন না কোন গল্প ছবির মধ্যদিয়ে প্রকাশ করবেন তাঁরা। আগামি প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়া এবং নিজেদের আত্মিক বিকাশের পথ তৈরী করে দিতে চান এধরণের শিল্পকর্ম প্রদর্শনীর মধ্যদিয়ে। তাছাড়া আমাদের সংস্কৃতির বিকাশ আমাদেরকেই করতে হবে।
সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে আসার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান।