বর্ণাঢ্য আয়োজনে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের যুগপূর্তি উদযাপন
দিনভর আড্ডা, র্যালী, স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের যুগ পূর্তী উদ্যাপন হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুরে কলেজের একাডেমিক ক্যাম্পাসে প্রথমে কলেজ ডে সেলিব্রেশন-২০২০ এর ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলণ এবং বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে দিনব্যাপী যুগ পূর্তী উদ্যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল আনম সেলিম চৌধুরী।
কলেজের এক যুগ পূর্তি উপলক্ষ্যে পুরো কলেজ ক্যাম্পাসকে সাজানো হয় নানা সাজে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আড্ডা, গল্পে আর গানে পুরো কলেজ প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। মিলন মেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
এরই মাঝে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। কলেজের অধ্যক্ষ আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ। এ ছাড়া বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শাহ্রিয়ার কবির, স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ডা. একেএম আজিজুর রহমান, নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্টার ডিন প্রফেসর ড. আবুল হোসেন, নোয়াখালী জেনারেল হাসাপাতালের তত্ববধায়ক ডা. খলিলুর রহমান, স্বাচিপ নোয়াখালী জেলা সভাপতি ডা. ফজলে এলাহী, সাধারণ সম্পাদক ডা. মাবুবুর রহমানসহ অনেকে। স্বাগত রাখেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ মাহফুজুর রহমান বাবুল।
কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরাও অংশ নেয় আলোচনায়। তারা দ্রুত মেডিকেল কলেজের সংযুক্ত ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের দাবী জানান অতিথিদের কাছে। প্রধান অতিথিসহ বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন।
রাতে সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরসহ দেশের খ্যাত নামা শিল্পীদের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ যুগপুর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত ঃ ২০০৮ সালে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমদের ঐকিান্তিক প্রচেষ্টায় এবং তাঁর ছোটভাই মিনহাজ আহমেদ জাবেদের নিরলশ পরিশ্রমে নোয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লাভ করে। এ পর্যন্ত কলেজ থেকে ৬ষ্ঠ তম ব্যাচ এমবিবিএস কোর্স সম্পূর্ন করেছে।