জাবি’র ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলের সেনবাগের নাছরিন আক্তার

নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী সেনবাগের বীরকোট গ্রামের নাছরিন আক্তার পেয়েছন জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি) ‘ভাইস চ্যান্সেলরস এ্যাওয়াড ২০১৭’। ১০ ফেব্রুয়ারী কলেজটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার ওই শিক্ষার্থীর হাতে এ্যাওয়ার্ড (স্বর্ণ পদক)  ও সনদ পত্র তুলে দেন। যোগ্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট বিভাগে সারা দেশের মধ্যে সর্বোচ্চ স্কোরধারীই এই এ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য বিবেচিত হন।

বিগত ১০ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৪ টায় ‘মুজিববর্ষে’ জাতীয় বিশ^বিদ্যালয়ে প্রথম বারের মত ভাইস চ্যান্সেলর’স এ্যাওয়াড (স্বর্ণ পদক) প্রদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার অনুষ্ঠান অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রি ড. দিপু মনি এমপি। নোয়াখালী সরকারী কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী নাছরিন আক্তার সারা দেশের মধ্যে সর্বোচ্চ (স্কোর) নম্বর পেয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের গৌরবময় স্বর্ণ পদকটি অর্জন করেন। 

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় নাছরিন বলেন ‘অবশ্যই এটি আমার জীবনের অত্যন্ত আনন্দের একটি সংবাদ। যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। 

বর্তমানে পড়া-লেখা নিয়ে ব্যস্ত সময় পার করা মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে শিক্ষকতা ও সাহিত্য চর্চা করতে চান তিনি।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির বীরকোট গ্রামের মাওলানা আবদুল জাব্বার ও মমতাজ বেগমের কন্যা নাছরিন আক্তার। তাঁর পিতা স্থানীয় কানকিরহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসার (অবসরপ্রাপ্ত) আরবী বিভাগের শিক্ষক। নাছরিন বর্তমনে নোয়াখালী সরকারী কলেজে বাংলা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী। এ বছর ফেব্রুয়ারীতে তাঁর প্রথম উপন্যাস ‘টিক্ টিক্’ (ঘড়ির শব্দ) প্রকাশিত হয়েছে দাঁড়িকমা প্রকাশনী থেকে। তিনি লেখালেখি করেন ‘মাহবুবা নাছরিন শিশির’ নামে। লেখিকা টিক্ টিক্ উপন্যাস টিতে আঞ্চলিক ভাষায় নোয়াখালীর জনজীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। 


মন্তব্য লিখুন :