করোনাকালে মানবসেবায় বেগমগঞ্জের ‘শিখা সংসদ’
একসময়ে দূর্যোগ, দূর্বিপাকে, প্রতিকূল পরিস্থিতে সমাজের মানুষের কল্যাণে কিংবা হাতের নাগালে ন্যূনতম সেবা নিয়ে হাজির থাকতে স্থানীয় সমাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠনগুলো। পাড়া মহল্লায় ক্লাব, পাঠাগার, পরিষদ কিংবা সংসদ নামের এসব সংগঠন গড়ে উঠতো। তরুন-যুবকরা ছিলো এসব সংগঠনের প্রাণ। সময়ের পরিক্রমায় স্থানীয় এসব সংগঠনের কার্যক্রম কমে এলেও অনেক সংগঠন আছে যারা সমাজের নানা সংকট অতিক্রম করে মানব সেবায় কাজ করে যাচ্ছে। করোনাকালে মানব সেবায় অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ‘শিখা সংসদ’। অরাজনৈতিক সামাজিক এ সংগঠনের উদ্যোগে করোনাকালীন মানবিক কর্মকান্ডগুলো কারনে তাদের প্রশংসা এখন মুখে মুখে।
‘সুন্দর সমাজ গঠনে আমরা স্লোগান নিয়ে ’ বেগমগঞ্জর ছয়ানী ইউনিয়নে ১৯৮৩ সালে শিখা সংসদ গঠিত হয়। এলাকার স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সের তরুনও যুবকদের নিয়ে সংগঠনটি সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতিপুর্ণ কাজকে সমাজ থেকে বিতাড়িত করতে গরীব -দুঃখী মানুষের পাশে দাঁিড়য়েছে। শুধু তাই নয় সমাজের সকল প্রকার উন্নয়নমুলক কর্মকান্ডে তাদের অংশগ্রহন ছিল সরাসরি ।
গত বছর সারা দেশের ন্যায় নোয়াখালীতেও সর্বত্র মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ সবাই যখন হিমশিম খাচ্ছে তখন প্রতিটি উপজেলার ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের নিয়ে সংগঠন করার উদ্যোগ নেয় প্রশাসন। বেগমগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মাহাবুব আলমের ডাকে সাড়া দিয়ে শিখা সংসদের ২৫ জন তরুন নিজেদের এ দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে থাকার দীপ্ত শপথ নিয়ে মাঠে সক্রিয় থাকে।
ফ্রি মাস্ক থেকে শুরু করে সুরক্ষা সামগ্রী বিতরন,স্থাণীয় মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং,লিফলেট বিতরণ দিয়ে তাদের প্রথম কাজ শুরু হয়। এছাড়া লকডাউনের সময় জেলার বাইর থেকে আসা মানুষদের লকডাউন তথা সরকার ঘোষিত স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচার প্রচারনা চালায়। এগুলো ছাড়াও করোনায় আক্রান্তদের আবাস লকডাউন নিশ্চিত করা, তাদের ঔষধ থেকে শুরু করে বাড়ি বাড়ি খাবার সামগ্রী পৌছানো ছিল তাদের দিনে-রাতের কাজ। তবে; করোনায় মৃত নারী পুরুষদের দাফন নিয়ে যখন কেউ এগিয়ে আসছেনা তখন এ তরুনরা নিজেদের জীবন মানব সেবায় উৎসর্গ করে মৃত ব্যাক্তিদের গোসল থেকে শুরু করে দাফনের কাজটিও সম্পন্ন করতে কোন পিছপা হয়নি।
শিখা সংসদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ জানান, করোনার শুরু থেকেই মানবসেবার ব্রত নিয়ে সংগঠনের প্রতিটি সদস্য জীবনবাজী রেখে কাজ করে। নানা মানবিক কাজের পাশাপাশি বর্তমানে করোনা রোগীদের সবচেয়ে বেশী অক্সিজেন সংকট সমাধানে কাজ করছেন তাঁরা। এলাকার মহতী কিছু মানুষের সহযোগিতায় দেয়া অক্সিজেন সিলিন্ডার ফ্রি জরুরী সেবা দিয়ে যাচ্ছেন। দিনে রাতে যে কোন সময়ে যে কোন স্থানে করোনায় আক্রান্ত রোগীদের জরুরী অক্সিজেন সেবা দিচ্ছেন তাঁরা। ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাদের এ সেবা চালু হলেও বর্তমানে ১০টি অক্সিমিটার সহ ৩০টি সিলিন্ডার সহ প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রয়েছে।
সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন রশিদ জানান, এলাকার মানুষের প্রশংসা সদস্যদের উজ্জীবিত হয়ে উঠে। বর্তমানে করোনার রোগীদের অক্সিজেন সেবা নিজ এলাকা ছাড়িয়ে বেগমগঞ্জসহ আশাপাশে বিভিন্ন স্থানেও ২৪ ঘন্টা সরবরাহ করা হচ্ছে এবং এর সদস্যরা নিজে বাড়ী বাড়ী গিয়ে এ ফ্রি সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত প্রায় তিনশত রোগীদের অক্সিজেন সেবা দেয়া হয়েছে। এছাড়া করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতেও এলাকার মানুষদের সহযোগিতা করছে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবান ওসচেতন মানুষদের সহযোগিতা অব্যাহত থাকলেও ‘ শিখা সংসদ’ আগামীতেও মানবিক কাজ গুলো চালিয়ে যাবে।