নোয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে জেলা পুলিশ লাইন মাঠে জেলা অনুষ্ঠিত ম্যাচে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিদ্বনদ্বিতাপূর্ণ খেলায় কোন দল গোল করেত না পারায় গোলশূন্যভাবে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান শেখ পুলিশ-কমিউনিটি পুলিশিং দলের এবং আবু নাছের মঞ্জু সাংবাদিক দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন।