লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দিন ইফতিকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার হামছাদীর হাসন্দি এলাকার জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া ভর্তি করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এদিকে পুলিশের ধারণা আর্থিক লেনদেনকে ঘিরে এ ঘটনা ঘটে থাকতে পারে।


দুর্বত্ত হামলায় আহত ছাত্রলীগ নেতা ইফতি পৌরসভা বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং লক্ষ্মীপুর দারুল উলুম ফাজিল মাদরাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলের নেতারা।


সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান,ইফতির মাথা,মুখ, কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তার আহত নেতার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, কে বা কারা ইফতিকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। তবে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এ নেতা।


সদর মডেল থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হয়। তবে  টাকা লেনদেন সংক্রান্ত বিষয় ঘটনা তিনি শুনেছেন বলে জানান। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখসহ থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। মামলা হলে আরো আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য লিখুন :