নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সংবর্ধনা ও ব্রিফিং অনুষ্ঠান

নোয়াখালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সংবর্ধনা ও ব্রিফিং অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল ময়নুল হক মিলনায়তনে এ সংবর্ধনা ও  ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান শেখ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) মো. সাজ্জাদ হোসেন ও সাংবাদিক আবু নাছের মঞ্জু, ট্রেইনি রিক্রুট কনস্টেবল গোলাম সারোয়ার, মারজানা আক্তার টুম্পা, আঁখি আক্তার, ট্রেইনি রিক্রুট কনস্টেবল ইমাম হোসেনের পিতা বেল্লাল হোসেন, ইমদাদুল হকের পিতা মোজাম্মেল হক।


অনুষ্ঠানে জানানো হয়, নোয়াখালীতে গত ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ প্রক্রিয়ার মধ্যদিয়ে ২৪৯ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে উত্তীর্ণ হন। এরমধ্যে সাধারণ কোটায় ১৬৬, মুক্তিযোদ্ধ কোটায় ২২, পোষ্য কোটায় ৪, এতিম কোটায় ২, সাধারণ কোটা নারী ৩৭, মুক্তিযোদ্ধা কোটায় নারী ১ জন নিয়োগ পেয়েছেন। 


সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকরা কোন প্রকার আর্থিক লেনদেন বা সুপারিশ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া ও জেলা পুলিশের এমন সংবর্ধনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় সরকার প্রধান ও পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।


অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককে ফুল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেয়া হয়। 


অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, নোয়খালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া জনগণের মাঝে পুলিশ বিভাগ এবং সরকারের ভাবমূর্তি উজ্জল করেছে।


সভাপতির বক্তব্যে পুলিশসুপার মো: আলমগীর হোসেন বলেন, ‘মেধা এবং যোগ্যতা আছে যার, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হবে তার’ এ নীতি অনুসরণ করে আমরা শতভাগ সততা ও নিষ্ঠার সাথে এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করি। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে মনে রাখতে হবে পুলিশ মানবতার সেবক, সাধারণ মানুষের বন্ধু। দেশ ও জাতীয়র স্বার্থে পুলিশ সদস্যরা তাদের জীবনটাও উৎসর্গ করতে পারে।

মন্তব্য লিখুন :