নোয়াখালীতে ষোল ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে এবং সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে নোয়াখালীতে ১৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সহযোগিতা করে জেলা আনসার ব্যাটালিয়ান সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার দত্তেরহাট, কালিতারা বাজার, মান্নান নগর, নুরু পাটোয়ারী হাট, উত্তর ওয়াপদা, সাহেবের হাট, মমিন নগর ও সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮২’হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে স্থানীয় লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। করোনার বিস্তার রোধে সকলকে ঘরে থাকারও অনুরোধ করেন তিনি।