হাতিয়ার সাথে মূল ভূখন্ডের নৌ-পারাপার বন্ধ

করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ ও সামাজিক দুরত্ব মেনে চলার লক্ষ্যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে নৌ-যোগাযোগের মাধ্যমে সকল যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাইকিং করে অনির্দিষ্ট সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ রাখার এ নির্দেশ দেওয়ায় হয়।

জানা যায়, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দেশের মূল ভ’খন্ডের সাথে যাত্রী পারাপারের এক মাত্র মাধ্যম হলো ট্রলার ও সি-ট্রাক। উপজেলার নলচিরা- চেয়ারম্যান ঘাট ও ঢাকা- হাতিয়ার তমরদ্দি ঘাট এ দুটি রুটে প্রতিদিন সহশ্রাধীক যাত্রী যাতায়াত করতো।

এদিকে গত শুক্রবার থেকে নৌ-বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটে ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য ট্রলার মালিকদের নির্দেশ দেওয়া হয়। প্রতিদিনিই নৌ বাহিনী নলচিরা ও তমরদ্দি ঘাটে টহল দিতে দেখা যায়। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিদিন চেয়ারম্যান ঘাটে পারাপারের জন্য শত শত লোক জমায়েত হতো। এতে সমাজিক দুরত্ব ব্যাপকভাবে ব্যহত হওয়ায় নদীতে নিত্য প্রয়োজনীয় মালামাল পারাপার ছাড়া সকল ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন :