লক্ষ্মীপুরে কর্মহীন মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন এমপি শাহজাহান কামাল

লক্ষ্মীপুরে গৃহবন্দি হয়ে পড়া কর্মহীন মানুষের পরিবারদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন এমপি শাহজাহান কামালের পক্ষে। গত কয়েকদিন ধরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌরসভা, ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্জলে ত্রাণ নিয়ে সাধারণ দিনমজুরদের বাড়ির উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছেন লক্ষ্মীপুর-৩ সদর আসনে সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও প্রর্যটন মন্ত্রী এ  কে এম শাহাজাহান কামাল এর নির্দেশে এপিএস ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। 

অপরদিকে মধ্যবিত্ত পরিবারের অনেকেই সামাজিক সম্মানের ভয়ে সরাসরি খাদ্য সামগ্রী নিচ্ছে না। তাদের জন্য পরিচয় গোপন রাখতে ‘হ্যালো বায়েজিদ’ নিদিষ্ট কয়েকটি নাম্বারে ০১৭২৫৯৫২০০৩ ফোন করলে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় তাদের ঘরে। তাদের হয়ে এমপি শাহজাহান কামালের দেয়া খাদ্য সামগ্রী  কাঁধে করে পৌছে দিচ্ছেন বায়েজিদ।

জানাগেছে, গত কয়েকদিন সদর আসনের দিঘলী, ভাঙ্গাখাঁ, লাহারকান্দি, হাজিরপাড়া, মান্দারী দিঘলী, ভবানীগঞ্জ ও লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকাসহ প্রতান্ত গ্রামে ১৫ হাজার মাস্ক ও হ্যান্ডসহ মানুষের মাঝে ৭ হাজার পরিবারকে খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি করে তেল, পেঁয়াজ, ডাল ও সাবানসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। একইসঙ্গে করোনা সংক্রমন ঠেকাতে স্থানীয় চিকিৎসক, সাংবাদিক, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যদের সুরক্ষা পোশাক (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার এবং সাধারণ জনগণদেরও মাস্ক বিতরণ রয়েছে অব্যাহত । 

এনিয়ে এ  কে এম শাহাজাহান কামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অনুযায়ী দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান রাখতে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এই ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেন তিনি।

ইতোমধ্যে তিনি  ২ হাজার ৫শত দিনমজুরের পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। 

এপিএস বায়েজীদ ভূঁইয়া জানান, দিনমজুররাই হলো রাজনীতিবীদদের সম্বল। সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকা প্রয়োজন তেমনি বিপদে তাদের পাশে তেকে সহায়তা নৈতিক দায়িত্ব । মরণব্যাধি করোনা নিয়ে দেশের এই বিপর্যন্ত সময়ে তাদের সহযোগিতায় দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। তিনি নিজেই সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও প্রর্যটন মন্ত্রী এ  কে এম শাহাজাহান কামালের নির্দেশে দিনমজুদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন । একই সঙ্গে ঘরে থেকে নিজে এবং অন্যকে সুস্থ রাখাতে সবাইকে পরামর্শও দেয়া হচ্ছে।


মন্তব্য লিখুন :