সেনবাগে কালো বাজারে বিক্রির অভিযোগে আওয়ামীলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের চাউল বিক্রি ও মজুদের অভিযোগে আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের ৩০ কেজী ওজনের ১৫ বস্তা ৪৫০ কেজী চাউল কালো বাজারে বিক্রিত চাউল উদ্ধার করেছে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।
অভিযান চলাকালে তাঁর সঙ্গে ছিলো খাদ্য বিভাগের লোকজন, সেনবাগ থানা পুলিশ ও বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্ষেমালিকা চাকমা অভিযুক্ত ডিলার নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী শাহাজাহান সাজু ও গুদাম মালিক চাউল বিক্রেতা ্উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ইসমাইল হোসেন খানকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২১এপ্রিল) রাত ১০টার সময় এঘটনায় সেনবাগ উপজেলা খাদ্য কর্মকর্তা অচিন্ত চাকমা বাদি হয়ে শাহাজাহান সাজু ও ইসমাইল হোসেন খানকে আসামী করে মামলা দায়ের করেছে। তাদের দুইজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।
বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যেও ৪৫০ কেজী চাউল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার।