করমুল্যা থেকে ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব
নোয়াখালীর সদর উপজেলার করমুল্যা বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১১। আটককৃতরা হচ্ছে মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদ (১৯) ও মোঃ রাশেদ (২০)। এ সময় তাদের দখল হতে ৯টি বিদেশী ধারালো কুড়াল উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে করমুল্যা বাজারের মেসার্স মোহাম্মদ ট্রেডার্স নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা তাদের আটক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতের জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ জানায় আটককৃত মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদ এর বাড়ি সদর উপজেলার শৈল্যাডলি এলাকায় এবং মোঃ রাশেদ এর বাড়ি পশ্চিম এওজবালিয়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সুধারাম থানাধীন বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। আটকৃকৃতদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।