হাতিয়ার এএসআই সহ ৩ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক এএসআইসহ ৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার দুপুরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে ১জন তমরদ্দি পাড়ি থানা ও ২জন হাতিয়া থানায় কর্মরত রয়েছে। তাদেরকে প্রত্যেকের নিজ নিজ বাসায় আইসোলোশনে রাখা হয়েছে। 

হাতিয়াতে এ পর্যন্ত ২শত ৪২জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ১শত ৭০ জনের রিপোর্ট পাওয়া গিয়াছে। এর মধ্যে পজেটিভ ৬জন , যাদের ৫জনকে সম্প্রতি করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। নতুন করে সোমরার ১৫ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে তাতের মধ্যে ৩জন পজেটিভ।

এব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।

মন্তব্য লিখুন :