কবিরহাটে করোনা উপসর্গে আ’লীগ নেতার মৃত্যু, রিপোর্ট নেগেটিভ

নোয়াখালীর কবিরহাটে করোনা উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা নুরুল আফছার রতম (৪৩) মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর কয়েক ঘন্টা পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।

নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজ উল্যাহ বলেন, রতন গত কয়েকদিন ধরে জ¦রে ভুগছিলেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছিল সে। রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, আ’লীগ নেতা রতনকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। ১৩জুন শনিবার রাতে মেডিকেল টিম পাঠিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় রিপোর্ট আসে নেগেটিভ।


মন্তব্য লিখুন :