নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি

নোয়াখালীতে এক ইউপি সদস্যকে গুলি করেছে দুবৃত্তরা। জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মো. হোরন (৫০) নামের ওই ইউপি সদস্যের (মেম্বার) ওপর অর্তকিত হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। তারা হোরন মেম্বারকে পিটিয়ে ও গুলি করে জখম করে। এসময় অপর একজন আহত হন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মো হোরন ৩নং ওয়ার্ড পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় একটি বাজার থেকে এক ব্যক্তিসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাচ্ছিলেন হোরন মেম্বার। পথে হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় কয়েকজন দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুই জনকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা হোরন মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হোরন মেম্বারকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হোরন মেম্বারের ভাতিজা সাগর বলেন, মেম্বারের হাত, কোমর ও পিঠে গুলি লেগেছে। এছাড়াও হামলাকারীরা উনাকে এবং উনার সাথে থাকা ওই ব্যক্তিকে পিটিয়ে জখম করছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, রাত সাড়ে ১০টার পর হোরন মেম্বারকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ও কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গুলিবিদ্ধ হোরনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য লিখুন :