কোম্পানীগঞ্জে বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাই নাটক, ম্যানেজারসহ আটক-২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাই নাটক সাজানোর ঘটনায় ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার উপজেলায় চরহাজারী ২নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এনিয়ে বিকাশের এজেন্ট মালিক ইমন সাহা বাদী হয়ে এজেন্ট ম্যানেজার সুমন মজুমদার (৪০) ও তার সহযোগী শিশির মজুমদারের (৩৬) বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও টাকা উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আটককৃত সুমন মজুমদার উপজেলার চরপার্বতী ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত সন্তোষ কুমার মজুমদারের ছেলে ও কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার বিকাশ এজেন্ট ম্যানেজার এবং শিশির চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিনোদ বিহারী মজুমদারের ছেলে।
বিকাশ এজেন্ট মালিক ইমন সাহা জানান, সুমন মজুমদার বুধবার সকাল সাড়ে ৯টায় মুঠোফোনে জানায় এজেন্টের ৯০ লাখ টাকা মোটরসাইকেল যোগে তার শ্বশুর বাড়ী চরহাজারী থেকে বসুরহাট এজেন্ট অফিসে বহন করে আনার সময় ছিনতাইকারীরা নিয়ে গেছে। দ্রুত নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদের পর নানা অসংলগ্ন কথার কারণে সন্দেহ হয়। পরবর্তীতে তাদেরকে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় পুলিশের শ্মরণাপন্ন হন। পুলিশের নানা জিজ্ঞাসাবাদের পর সুমন ও শিশিরের দু’ধরনের বক্তব্য এবং কথিত ছিনতাই ঘটনাটি নাটক বলে মনে হয়। সুমন মজুমদার ও তার সহযোগি শিশির মজুমদারকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দেয়া হয়। তিনি আভিযোগে আরো জানান, ইতোপূর্বেও সুমনের বিরুদ্ধে এধরনের আত্মসাত চেষ্টার একাধিক ঘটনা ঘটার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত বিকাশ এজেন্ট ম্যানেজার সুমন মজমুদার জানায়, বুধবার সকাল ৯টার দিকে মোটর সাইকেল যোগে টাকার ব্যাগসহ শ্বশুর বাড়ী থেকে বসুরহাট আসার পথে নিকট আত্মীয় শিশির মজুমদারকে বাইকে তুলে নেন। কিছু দূর আসার পর আলী আহমেদের বাড়ীর সামনে মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে মুখে আঘাত করে ছিনতাইকারীরা ৯০ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে চলে যায়।
এদিকে শিশির মজুমদারের দাবি এ ঘটনার সাথে তিনি মোটেই জড়িত নয়। সুমনের ব্যাগে যে ৯০ লাখ টাকা ছিল তা তিনি জানতেন না বলে জানান।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক জানান, বিকাশের ৯০ লাখ টাকা বিকাশ ম্যানেজার সুমন আত্মসাত করার উদ্দেশ্যে ছিনতাই নাটক সাজিয়েছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও টাকা উদ্ধারের চেষ্টাও চলছে।