নোয়াখালীতে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করেন নোয়াখালী-৪ আসনের সংসদ  সদস্য ও  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  একরামুল করিম চৌধুরী। এসময় জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান, পুলিশ  সুপার আলমগীর হোসেনসহ  প্রশাসন ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বেগমগঞ্জ ক্যালাচারাল একামেডীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরন । এ সময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নির্বাহী অফিসার শামছুন নাহার, প্যানেল মেয়র আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ অনেকে। পরে দলীয় নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেলা ১২ টার সময় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও  চৌমুহনী পৌরসভা ভবনের সামনে  বিশাল আকৃতির বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল। 

সকাল ৮টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন আহমেদ। পরে সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন আহমেদ, পৌর মেয়র এ.কে.এম ইউছুপ আলী, মুক্তিযোদ্ধা এ.কে.এম মানছুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছারোয়ার সালাম, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের প্রমুখ। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন ও ডাঃ মোঃ মাহবুবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

পরে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে স্বাচিপ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান,হেপাটাইটিস-বি ভাইরাস স্ক্রিনিং, টিকা প্রদান ও ফ্রি ডায়ালাইসিস সেবার উদ্বোধন করা হয়। বেলা ১২ টায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কনফারেন্স হলে স্বাচিপ নোয়াখালী জেলা ও মেডিকেল কলেজের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ এমপি। 

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগ ও নোয়াখালী জেলা স্বাচিপের যৌথ আয়োজনে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএর সভাপতি ডাঃ এম এ নোমান, আমাউমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুছ ছালাম, জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি ডাঃ নুর মোহাম্মদ স্বাচিপ আমাউমেক শাখার আহ্বায়ক ডাঃ আবু নাছের,শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান বাবুল সহ আরো দুই জনকে প্রাতিষ্ঠানিক ঋণের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আলী। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের ওছখালীস্থ বাস ভবনে সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোম্পানীগঞ্জ,সেনবাগ,চাটখিল, সোনাইমুড়ী,কবিরহাট ও সুবর্নচর উপজেলায় ও দিনভর নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। 

মন্তব্য লিখুন :