একলাশপুরে খেলাফত মজলিস ও ছাত্র মজলিশের মানববন্ধন

বেগমগঞ্জের একলাশপুরে মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন করে খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একলাশপুর ইউনিয়ন শাখা। সোমবার বিকালে একলাশপুর বাজারে এই মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোরশেদ আলম মাসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মোঃ ফখরুল ইসলাম ও উত্তর জেলার সভাপতি এ. আর. এম সাইফুল্লাহ্। বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান মাওলানা আবুল হাসান মাওলানা ফেয়ার আহমদ হুজায়ফা, ছাত্র নেতা নাছির চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, একলাশপুরের ঘটনা নোয়াখালীবাসীর সম্মান ইজ্জতের ওপর চরম আঘাত। অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় পাড়া-মহল্লায় গজিয়ে উঠা বিভিন্ন গ্রুপ ও বাহিনীর মদদ দাতাদেরকে প্রশাসনের নজরে রাখার দাবী করা হয়।