বিক্ষোভে উত্তাল বেগমগঞ্জ

সারাদেশে আলোচিত বিবস্ত্র করে গৃহবধুকে নির্যাতনের ঘটনায় এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভে উত্তাল নোয়াখালীর বেগমগঞ্জ। এই বেগমগঞ্জের একলাশপুরে গত ২ সেপ্টেম্বর ঘটে এই মর্মস্তুদ ঘটনা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই সর্বত্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার বিকালে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে রাস্তায় নেমে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। চৌমুহনীর প্রধান সড়কে বিশ্বভুবন, অগ্রযাত্রা খেলাঘর আসর, নোয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সংহতি মানবকল্যাণ সংঘ, বেগমগঞ্জের সর্বস্তরের জনগণসহ বিভিন্ন ব্যানারে রাস্তায় নেমে আসে রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, ব্যাবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম, আবুল বাশার, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষে মন্জুরুল হাসান সীমু। সাংবাদিক জামাল উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক সাবেরা সুলতানা মুন্নী, মনসুর আহমেদ প্রমূখ।

বক্তাগন বলেন একলাসপুরের নারকীয় ঘটনায় সারা বিশ্বে নোয়াখালীর ভাবমূর্তি ক্ষুন্ন  হয়েছে তাই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


মন্তব্য লিখুন :