বিবস্ত্র করে গৃহবর্ধ নির্যাতন মামলার আসামী কালাম গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া মামলার অন্যতম আসামি কালামকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (০৭ অক্টোবর) রাত ৮টার দিকে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে।
বেগমগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ কালামকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত কালাম ধর্ষণ চেষ্টার মামলার ৩নং আসামি। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গত: গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে স্থানীয় দেলোয়ার বাহিনীর সন্ত্রাসীরা সদস্য ওই নারীকে তার ঘরে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে এবং ভিডিওচিত্র ধারণ করে। গত ৪ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইন ও ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।