লক্ষ্মীপুরে ডাকাতের হাতে যুবলীগ নেতা খুন

যুবলীগ নেতা মনির হোসেনের (ইনসেটে) খুনের ঘটনায় বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভীড়। এসময় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছবি-প্রবাসে নোয়াখালী।

লক্ষ্মীপুরে ডাকাতে হাতে মনির হোসেন (৩২) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে রাতে জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ওই এলাকার আলী আহম্মদের পুত্র ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্ব ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙ্গে পড়ে এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা। খবর পেয়ে পুলিশ সুপারসহ পদস্থ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে; পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা মনির হোসেন ইটভাটায় মাটি সরবরাহের কাজে বৃহস্পতিবার ব্যাংক থেকে দু’ লাখ টাকা তুলে ঘরে রাখেন। রাত আড়াইটার দিকে ১০/১২  জনের একদল ডাকাত ডাকাতরা মনির হোসেনের ঘরের ছাদের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এসময় চিৎকার ও চেচামেচি করে উঠলে মনির হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম মিলনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। এ সময় তারা স্বর্ণালংকার ও নগদ দু’লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় লোকজন মনির ও তার স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায় মনির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 


মন্তব্য লিখুন :