পূর্বচরবাটা হাবিবিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে ন্যুনতম স্বাস্থ্যসেবা পৌঁছে নিশ্চিত করা লক্ষ্যে পূর্বচরবাটা হাবিবিয়া কমিউিনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণের জনপদ পূর্বচরবাটা ইউনিয়নের হাবিবিয়া মার্কেটে ক্লিনিকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সরকারের সাবেক সচিব ও জমিদাতা এটিএম আতাউর রহমান, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার মো. আরিফুর রহমান, রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহিম, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার একরামুল হক, হাজী আব্দুর রহমান জামে মসজিদের খতিব এটিএম লুৎফুর রহমান, ইউপি সদস্য রফিক উল্যাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, সুবর্ণচর প্রেসক্লাবের প্রচর ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সমিতির সভাপতি আপন, সিএইচসিপি আরমান হোসেন সবুজ।
জানা যায়, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় ২হাজার জনগোষ্ঠীর নানা ধরনের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদান করা হবে।
প্রসঙ্গত: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমানের সন্তান সাবেক সচিব এটিএম আতাউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় পূর্বচরবাটা নোয়াখালীর মূলভুখন্ডের সর্বদক্ষিণের জনপদ পূর্বচরবাটার হাবিবিয়া মার্কেটে একে একে প্রতিষ্ঠত হয় পর্বচরবাটা প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারি), পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, হাজী আব্দুর রহমান জামে মসজিদ, পূর্বচরবাটা পাঠাগার, হাবিবিয়া কোরআন শিক্ষা ও হেফজখানা এবং সর্বশেষ পূর্বচরবাটা হাবিবিয়া কমিউিনিটি ক্লিনিক। এছাড়াও এলাকায় সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন মাওলানার হাবিবুর রহমানের বংশধরেরা।