বেগমগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাদের মিলনমেলা

চৌমুহনী পৌরসভার নির্বাচনকে ঘিরে যখন আওয়ামী শিবিরে ব্যস্ততা। নেতাকর্মী ও ভোটারদের নানা হিসাব নিকাশ চলছে সেই মুহুর্তে চৌমুহনীতে অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাদের মিলনমেলা। শনিবার সন্ধ্যায় চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সে কলাপাতা চাইনিজে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক মিলনমেলায় ৮০’র দশক, ৯০’র দশক ও পরবর্তী সময়ের সাবেক ছাত্রলীগ নেতাদের অনেকেই অংশ নেন।
তাজ উদ্দিন তাজু, নাসির উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন, নাজমুল আলম সবুজ আব্দুল হাইসহ সোনালী অতীত নামের সাবেক ছাত্রলীগ নেতাদের ফেসবুক পেজে সক্রিয় কয়েকজন এই মিলনমেলার আয়োজন করে। এতে উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিপি মাহফুজুল হক বেলাল, শেখ মহিউদ্দিন, আবুল বাশার, মজিবুর রহমান বাচ্চু, আমিনুল হক মুন্না, ভিপি মেজবাহ উদ্দিন টুটুল, কাজী বেলায়েত হোসেন রাজু, জহির উদ্দিন, মশিউর রহমান বাবলু, আলী মর্তুজা ছালু, আব্দুল মতিন, রিয়াজ উদ্দিন, আব্দুল মান্নান মনাসহ শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন।
এতে টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অস্ট্রেলিয়া প্রবাসী মামুন আল হাসান ও লন্ডন প্রবাসী সাবেক জেলা ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন।
উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তৃতায় নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এধরণের আয়োজনের সাথে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। একইসাথে নিজেদের মধ্যে যোগাযোগ নিবিড় করার লক্ষ্যে ভবিষ্যতে বড়পরিসরে পূনর্মিলনী আয়োজনের লক্ষ্যে সবাই মতামত ব্যক্ত করেন।