সাপ্তাহ না যেতেই রায়পুর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত !

কমিটি ঘোষণার সাপ্তাহ না পেরুতেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। এক সপ্তাহ আগে আহবায়ক কমিটি গঠন এবং সম্মেলন ছাড়াই মোঃ কাউছারকে সভাপতি ও মোঃ নুরনবি সুজনকে সাধারন সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষনা করেন জেলা ছাত্রলীগ। বিষয়টি ছাত্রলীগের সাবেক কমিটিতে থাকা নেতাকর্মীরা মেনে নিতে না পেরে বিভিন্ন অভিযোগ তুলে মিছিল মিটিংসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিকট অভিযোগ দায়ের করেন। এর পর এ নতুন কমিটির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ প্রদান করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে শনিবার (২ জানুয়ারী) এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নতুন কমিটির দাবিতে আন্দোলনকারী নেতাকর্মীরা।

তারা জানান, ২০১৯ সালের ৩ ডিসেম্বর পাপেল মাহমুদ সভাপতি ও তারেক আজিজ জনিকে সম্পাদকসহ ৮১ জনের পুর্ণাঙ্গ-কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের এক বছর না যেতে সম্পাদক জনি উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটিরতে যোগদান ও চার জন বিদেশ ও কয়েকজন বিয়ে করেন। পরে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা জমা নেয় জেলা ছাত্রলীগ। পরে এক জরুরি বৈঠকে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ রায়পুর উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

এ উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক ছাত্রদল থেকে আগত, তারা অ-ছাত্র ও তাদের হাতে ছাত্রলীগের কর্মীরা মারধরে শিকার হয়েছে মর্মে কমিটি বাতিলের দাবিতে গত বুধবার (৩০ ডিসেম্বর) রায়পুর শহরে বিক্ষোভের প্রস্তুতি নিলেও  থানা পুলিশের অনুরোধে তা স্থগিত করা হয়।

এ উপজেলা কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পদ বঞ্চিত কয়েকজন কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে-শুক্রবার (০১ জানুয়ারী) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এর সাথে কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায় ও দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারকে দায়িত্ব দিয়ে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরিফ বিষয়টি নিশ্চিত করেন। সে জানায়, কি বিষয়ে অভিযোগ নব গঠিত উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে তা সেও নিশ্চিত করে বলতে পারেনি ।


মন্তব্য লিখুন :