হাতিয়ায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ
নোযাখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্মাণ হচ্ছে মডেল মসজিদ। চার তলা বিশিষ্ট এই মসজিদ ভবনের নির্মান ব্যায় ধরা হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী পাঠাঘার, গবেষনা কেন্দ্র, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন সুবিধা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্ব যাত্রীদের প্রশিক্ষন, ইসলামী সাংস্কৃতি কেন্দ্র , ইমাম মোয়াজ্জিনদের আবাসন সুবিধা, মহিলা ও প্রতিবন্ধীদের পৃথক নামাজের ব্যবস্থাসহ সকল আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে এই মডেল মসজিদে।
হাতিয়া উপজেলা পরিষদ মসজিদের স্থলে নির্মিত হবে এই মডেল মসজিদ। শুক্রবার সকালে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী।
এ উপলক্ষে উপজেলা পরিষদ জামে মসজিদ ম্যানেজিং কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, হাতিয়া পৌর মেয়র একেএম ইউছুফ আলী, নব নির্বাচিত মেয়র কে এম ওবায়েদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ, মাওলানা আবু ছায়েদ, মুফতি মোস্তফা আল কাশেমী, হাফেজ মো: ইলিয়াছ, মাওলানা আব্দুল গফুর, মাওলা মোছলে উদ্দিন, গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হক মিয়া ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মহি উদ্দিন মুহিন।
বক্তারা বিচ্ছিন্ন দ্বীপে এই ধরনের একটি আধুনিক মসজিদ নির্মানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২হাজার আলেম ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাতিয়ার প্রবীণ আলেম মাওলানা মো: নাজমুল হুদা। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।