সুবর্ণচরে উপজেলা প্রশাসনের কাছে আশ্রায়ন প্রকল্প-২ হস্তান্তর সেনাবাহিনীর
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” ¯স্লোগানকে ধারণ করে নোয়াখালীর সুবর্ণচরে আশ্রায়ন প্রকল্প-২ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। উপজেলার চরক্লার্ক ইউনিয়নের উড়িরচর গ্রামে আশ্রয়ন-২ প্রকল্প এর আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ২৪টি ব্যারাকের ১২০টি গৃহ হস্তান্তর করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী মেজর মো. আহসানুল ইসলাম। সোমবার (১মার্চ) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩৩ আর্টিলারি কর্তৃক নোয়াখালীর নির্মান কাজ বাস্তাবায়ন শেষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা ভাইস চেয়ারম্যার ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা মো. খোরশেদ আলম, চরক্লার্ক ইনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বাসার, সুবর্ণচর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মাইন উদ্দিন প্রমুখ।
এ আশ্রয়ন প্রকল্পে ৫টি ইউনিটে ২৪টি পাকা ব্যারাক ১২০টি সেমি পাকা ঘর, ৬টি গভীর নলকুপ স্থাপন বাস্তাবয়ন করা হয়। গত ২০২০ সালের ২ নভেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী ২০২১ সালে নির্মান সম্পন্ন হয়। এতে ১২০টি গৃহহীন পরিবারের পুনর্বাসন হবে।